নিয়োগ বিজ্ঞপ্তি
সজাগ (সমাজ ও জাতি গঠন)
‘সজাগ’ (সমাজ ও জাতি গঠন) শৈলান, ধামরাই, ঢাকা একটি সু-প্রতিষ্ঠিত উন্নয়ন সংস্থা যা পিকেএসএফ ও ব্যাংক-এর আর্থিক সহায়তায় পরিচালিত। এমআরএ-এর নিবন্ধন নং-০১২৯৪-০২৮৭-০০০১১ ও এনজিও বিষয়ক ব্যুরো (নিবন্ধন নং ৪৫৩-এর সনদ প্রাপ্ত সংস্থাটি “কৃত্রিম প্রজনন কার্যক্রম” বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করছে।
১.পদের নামঃ ভেটেরিনারিয়ান, নূন্যতম শিক্ষাগত যোগ্যতা
ডিভিএম ডিগ্রী/সমমান ডিগ্রীধারী হতে হবে।
২.পদের নামঃ এ্যানিমেল ব্রিডিং, নূন্যতম শিক্ষাগত যোগ্যতা
এ্যানিমেল হাজবেন্ড্রি বিষয়ে স্নাতক ডিগ্রীধারী হতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধাদিঃ আলোচনা সাপেক্ষে।
আগ্রহী প্রার্থীদের আগামী ৩০/১২/২০২১ইং তারিখের মধ্যে পরিচালক, সজাগ (সমাজ ও জাতি গঠন) শৈলান, ধামরাই, ঢাকা এই ঠিকানায় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, তিন কপি পাসপোট সাইজের ছবি ও পৌরসভা/ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্রসহ জমা দেওয়ার জন্য পরামশ© দেওয়া হইল।
পরিচালক